https://docs.google.com/document/d/1AyCjkIS3PJ_bK_FynlnIHLp-Rw9Y3F8KuHVLCtk_4A4/edit?usp=drive_link
💻 ক্লাস ১ (বিস্তারিত + প্র্যাকটিক্যালসহ): Computer Fundamentals
🧠 ১. Computer Fundamentals
🔹 তত্ত্ব (Theory):
কম্পিউটার একটি ইলেকট্রনিক মেশিন, যা ইনপুট নেয়, প্রসেস করে, আউটপুট দেয় এবং তথ্য সংরক্ষণ করে।
🧩 প্র্যাকটিক্যাল (Practical):
👉 কাজ ১:
তোমার কম্পিউটারে গিয়ে দেখো —
Keyboard এবং Mouse ব্যবহার করে Windows বা Linux চালু করো।
“This PC” বা “My Computer”-এ ক্লিক করো এবং হার্ডড্রাইভ, পেনড্রাইভ ইত্যাদি ড্রাইভ দেখো।
প্রতিটি ড্রাইভে “Properties” দেখে জানো কত জায়গা ফাঁকা আছে।
⚙️ ২. Hardware
🔹 তত্ত্ব:
হার্ডওয়্যার হলো কম্পিউটারের দৃশ্যমান অংশ, যেমন – Keyboard, Monitor, CPU, Printer ইত্যাদি।
🧩 প্র্যাকটিক্যাল:
👉 কাজ ২:
তোমার কম্পিউটার বা ল্যাপটপে নিচের ডিভাইসগুলো চিহ্নিত করো:
CPU Box
Monitor
Keyboard
Mouse
Speaker
“Device Manager” খুলে হার্ডওয়্যার ডিভাইস লিস্ট দেখো:
Windows-এ: Start → Search → Device Manager
এখানে দেখতে পাবে: Display Adapters, Sound Devices, USB Controllers ইত্যাদি।
👉 কাজ ৩ (ঐচ্ছিক):
একটি USB ড্রাইভ সংযোগ দাও এবং দেখো কিভাবে “This PC” তে নতুন Drive Letter (যেমন E:) দেখা যায়।
💾 ৩. Software
🔹 তত্ত্ব:
সফটওয়্যার হলো নির্দেশ বা প্রোগ্রামের সমষ্টি, যা হার্ডওয়্যারকে কাজ করতে সাহায্য করে।
🧩 প্র্যাকটিক্যাল:
👉 কাজ ৪:
তোমার কম্পিউটারে ইনস্টল করা সফটওয়্যারগুলোর তালিকা দেখো:
Windows-এ: Control Panel → Programs → Programs and Features
macOS-এ: Applications Folder
নিচের সফটওয়্যারগুলো খোলো এবং পার্থক্য বোঝো:
System Software: (যেমন File Explorer বা Settings)
Application Software: (যেমন MS Word, Chrome)
MS Paint বা Word খুলে নিজের নাম টাইপ করো, তারপর ফাইল সেভ করো (File → Save As → Desktop)।
🧩 ৪. Operating System (OS)
🔹 তত্ত্ব:
OS হলো সফটওয়্যার যা ইউজার ও হার্ডওয়্যারের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে।
🧩 প্র্যাকটিক্যাল:
👉 কাজ ৫:
Windows-এর Start Menu খুলে দেখো কিভাবে অ্যাপ চালু হয়।
“Task Manager” খুলে (Ctrl + Shift + Esc) দেখো কোন প্রোগ্রামগুলো চলছে।
“Control Panel” → “System and Security” → “System” এ গিয়ে জানো তোমার OS version (যেমন Windows 10/11)।
📂 ৫. File & Folder Management
🔹 তত্ত্ব:
ফাইল হলো তথ্যের ধারক, ফোল্ডার হলো ফাইল রাখার ঘর।
🧩 প্র্যাকটিক্যাল:
👉 কাজ ৬: (Windows উদাহরণ)
Desktop-এ রাইট ক্লিক → New → Folder
ফোল্ডারের নাম দাও: MyClass1
ফোল্ডারের ভিতরে নতুন ফাইল তৈরি করো:
Right Click → New → Text Document → নাম দাও practice.txt
ফাইলটি ওপেন করে নিচেরটা লিখো:
Copy code
This is my first computer practical work.
তারপর সেভ করো (Ctrl + S)।
ফাইলটির কপি করো (Ctrl + C) এবং Paste করো অন্য ফোল্ডারে।
Rename করো (F2) → “practice1.txt”
ফাইলটি Delete করো (Delete key)
Recycle Bin খুলে দেখো ফাইলটি সেখানে আছে কিনা।
🧩 ৬. শর্টকাট কী প্র্যাকটিস:
কাজ
শর্টকাট
Copy
Ctrl + C
Paste
Ctrl + V
Cut
Ctrl + X
Delete
Delete key
Rename
F2
Select All
Ctrl + A
Refresh
F5
Undo
Ctrl + Z
Save
Ctrl + S
👉 কাজ ৭:
উপরের প্রতিটি শর্টকাট কমপক্ষে একবার করে ব্যবহার করো।
🧮 ৭. চেকলিস্ট: ক্লাস ১ শেষ করার আগে যা জানতে হবে
✅ Computer-এর ৪টি মৌলিক কাজ
✅ Hardware ও Software-এর পার্থক্য
✅ OS কী ও এর কাজ
✅ File ও Folder পরিচালনা
✅ Keyboard শর্টকাট ব্যবহার
📘 এক্সট্রা প্র্যাকটিস (বাড়ির কাজ):
তোমার কম্পিউটারে একটি “MyNotes” নামের ফোল্ডার তৈরি করো।
এর ভিতরে তিনটি সাবফোল্ডার বানাও –
Hardware
Software
OS
প্রতিটি ফোল্ডারে একটি করে Text File তৈরি করে নোট লিখে রাখো।
সব ফাইলের ব্যাকআপ Pen Drive-এ কপি করো।